Thursday, May 12, 2022

শুন্য


তোমার স্পর্ধার কাছে হারতে চাওয়ার সুখ 
তুমিই নিশানাতে, আমার  ভীষন অসুখ। 


বিষন্নতা লেখা আছে মেঘ পিয়নের ঘরে 
মেঘের ঘরে বৃষ্টি শুধু একলা থাকতে পারে। 


সবাই বলে কবি তুমি সবার হয়ে লেখো 
আমি বলি একদিন ঠিক বাঁচবো আমি দেখো। 


হাসির কথা কান্না জুড়ে সময়ের প্রহসন 
বিক্রি হচ্ছে সময়ের কাছে বাঁচার আসন। 


আমার সাথে বৃষ্টি আছে, রৌদ্র যে বিপ্পব
শুঁয়োপোকায় নিন্দা করে, সময় করে রব। 

৬ 

তোমার সকল বাঁচার সাথে তর্ক যে বহুদুর
আমি বাঁচি, তুমি বাঁচো, বাঁচায় আসল ভুল।


সাপ্তাহিকি গল্প লিখি, করি আগুন নিয়ে ঘর 
মেঘগুলো সব আমার সাথে,সময় শুধু পর। 


সময়গুলো অন্ধকারে টিকটিকি সব ডাকে 
বুঝতে পারি অন্ধকারে সত্যি বলবো কাকে। 




No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...