Saturday, May 28, 2022

পলাতক

 পলাতক 

... ঋষি 


নিরুদ্রপ কৌতূহল বুকে সেই লোকটা পলাতক ?

কোথায় গেলো লোকটা ?

লোকটা তো জানে খানিক দূরে সীমানা কিংবা খাদের ধার ,

লোকটা জানে ওরা চিনে ফেলবে ঠিক ,আর খানিক দূরে নিদ্রা 

তবু লোকটা পলাতক 

আজ বহুবছর লোকটা পলাতক নিজের পালানোর অভ্যেসে। 

.

সাগর আর নারী মিলেমিশে একাকার লোকটার ভিতর 

তবু চিরস্থায়ী কিছু স্বপ্ন লোকটার বুকে 

তুমুল ঝড় ,ভাঙা ঘর ,উড়তে থাকে স্বপ্নের নিশান 

লোকটা পালাতে পালাতে ভাবে 

একদিন সীমানা পেরিয়ে আকাশ 

তারপর আশ্রয় আর পবিত্রতা। 

.

লোকটা পলাতক আজ বহু বছর 

সাথে আছি ,পাশে আছি কণ্ঠগুলো ক্রমাগত দূর থেকে দূরে 

সময়ের সাথে সম্পর্কের ভাঙা সেতু 

লোকটা আছে ,লোকটা বেঁচে। 

অথচ লোকটা জানে সীমানা ছাড়িয়ে পালানোর যে লোভ 

তা সময়ের ঘরে নিয়ন্ত্রণ 

অথচ সীমানার আমন্ত্রণ ,

কিন্তু লোকটা জানে না সীমানা যদি পালিয়ে যায় কোনোদিন 

সেদিন কি হবে ?

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...