দ্যা সিটি অফ মাস্ক
... ঋষি
মুখোশের এক দুই তিন
আর শহর কলকাতার ধাক তিনা তিন
আয়নার সামনে শহর ,নিতান্ত নিরুপায়
তবু দিন বদলায়
শহরের রঙে রঙিন হয়ে সময়েরা আজ কূপমণ্ডুক
আর মুখোশের বড় একলা নিজেদের আয়নায়।
.
কখনো দাঁড়িয়েছো এই শহরের সামনে
কখনো দাঁড়িয়েছো ধর্মতলার মেট্রোর সেই গভীর সাপটার কাছে
এঁকে ,বেঁকে চলে যাওয়া শহরের বয়স
ঘোড়া ট্রাম বদলানো শ্যামবাজার
সব কেমন মেনে নেওয়া ছাড়া কিছু নয়
ভারাক্রান্ত বার্ধক্যে এই শহর এখন চশমায়।
.
আমি রবীন্দ্রনাথ খুঁজেছি
খুঁজেছি সত্যজিৎ ,মৃনাল সেন,জীবনানন্দ ,সুনীল ,সমরেশ
অথচ কফিহাউস হারিয়ে গেছে
হারিয়ে গেছে শঙ্খ ঘোষ ,শম্ভু মিত্র ,মহাশ্বেতা।
তবু মানুষ মুখোশে এই শহরে
আজ কেমন হাসছে কাঁদছে
দ্যা সিটি অফ মাস্ক
বদলাচ্ছে কিছু
কিন্তু বদলাচ্ছে না মুখোশের আদল
বদলাচ্ছে না সময়
শুধু সময়ের অন্তরে আজ শধু ভাঙা গোপন আয়না।
No comments:
Post a Comment