Thursday, May 26, 2022

অসময়ের কবিতাগুচ্ছ

 



অসময়ের কবিতাগুচ্ছ 

... ঋষি 

মানুষগুলো আজকাল স্বপ্নের দৌড়ে পিছিয়ে গিয়ে 

স্বপ্ন দেখে বাঁচে। 

নিস্তব্ধতার একটা ভাষা আছে কবিতারা বোঝে 

কবি ভুক্তভোগী ঈশ্বর। 

সময়ের রাংতা মোড়া আস্তরণে মৃত্যুর জলছবি 

আর গ্লোবাল ওয়ার্মিং শব্দটা অহংকারী বড়। 

সময়ের ভিড়ে শব্দ শ্রমিকরা আগুন মুঠো করে দাঁড়িয়ে 

বুঝতে পারি কবিদের কেন মুখ পোড়ে। 

সিগারেটের নিকোটিনে গড়িয়ে নামে ক্লান্তি 

ক্লান্তি বলে মেয়েটা আজও নিঃসঙ্গ  বড়। 

আকাশের ভিড়ে চাপা পড়ে আছে মানুষের স্বপ্ন 

তবুও ক্লান্ত স্বপ্নরা বেপরোয়া আগুনপাখি । 

একটা চল্লিশের নৌকা ,আড়াআড়ি জন্ম হচ্ছে নদী 

আমি মিশে যাচ্ছি চলন্তিকা তোমার আরও গভীরে। 

মাস মাইনের অর্ধেকটার বেশি কেটে নেয় আগামী 

আর বর্তমানের খাতায় নিশ্বাস নেওয়া দায়। 

যারা কাছে থাকে তারা বোঝে শুধু সামাজিক শব্দটা 

অথচ কবি লিখেছেন সামাজিকতা একটা সময় মাত্র। 

১০

মানুষের কাপড়ে লেগে আছে শুধু সময়ের বর্তমান 

আর নগ্নতা ছুঁয়ে বেঁচে সত্যি মানুষ। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...