স্পেকট্রাম
... ঋষি
আলোর স্পেকট্রাম ভেঙে পরে ,
ভাবি বিশল্যকরণী নেই
রুপোলি স্তবক তবকে মুড়ে এক খিলি ব্যাথা
ভাবি জীবিত নেই
গল্পের গরুগুলো চিরকাল মানুষের হাত ধরে বিখ্যাত
বিখ্যাত মানুষ আজ শুধু অন্ধকারের হাত ধরে।
.
প্রশ্ন করি নি তোমায়
কেন ? বা কি ? কিসে পুড়ে যাচ্ছে ও বুকে প্রেম
শধু নাটকে ,শুধু বন্ধনে
নাকি লোক হাসাতে,
আমি কলকাতার আবহাওয়ার খবর লিখতে পারবো না
বরং তোমার অকৃতজ্ঞতার গল্প লিখতে পারি।
.
এই পৃথিবীতে কেউ কেউ আত্মার দত্তক নিতে পারে
কেউ কেউ কল্পনায় ভেবে নিতে পারে সে এক জনপ্রিয় লোকাচার
কেউ কেউ ল্যাভেন্ডারের গন্ধে কষ্ট খুঁজে পায়
কেউ কেউ সন্ধ্যের দালানে বসে ঈশ্বর নয়
পিশাচ সাধনা করে।
এই পৃথিবীর ব্যাপারগুলো আসলে গোলমেলে
তাই গোলমেলে লাগে আমার আলোর মতো দেখতে ,শুনতে
আমি আলোয় আছি
আমি অন্ধকারেও থাকতে পারি
কিন্তু মুখোশ
'না হে বসন্ত
এখন এই শহরে বৈশাখ আর রবীন্দ্রনাথ।
No comments:
Post a Comment