Thursday, May 26, 2022

বৃষ্টি কষ্ট

 বৃষ্টি কষ্ট 

.... ঋষি 


মানুষের অর্থ কষ্ট হয় 

মানুষের খাদ্য কষ্ট হয় 

আমার কষ্ট তবে সেটা অন্যরকম বৃষ্টি কষ্ট। 

.

ভাবুন একটা খেতে খাওয়া মানুষ ভিজে তার রুজিরোজগার করছে 

ভাবুন বনগাঁ থেকে বারাসাত শহরে গতর খাটানো মেয়েটা বৃষ্টিতে ভিজছে 

আর ভাবতে হবে না 

এবার ভাবুন আপনি একা ভিজছেন বৃষ্টিতে 

কেমন লাগছে মশাই ?

কষ্ট হচ্ছে ? আমারও হয়। 

.

আকাশের দিকে তাকাবেন ভাববেন মেঘ করেছে 

আপনি বিবাহিত পুরুষ ,

আপনার সাত বছরের মেয়ে জানলার দিকে তাকিয়ে অন্ধকারে 

অপেক্ষা ?

কি করছেন আপনি হন হন করে বৃষ্টিতে ভিজে এগিয়ে চলেছেন

সামনে ঈশ্বরের মোড় 

ওইতো জানলায় বসে আপনার মেয়ে ,

আমি দেখতে পাচ্ছি 

বৃষ্টি পড়ছে 

আপনার গভীরে ,সেই প্রেমিকের গভীরে ,এই শহর জীবনে 

প্রতিটা মানুষের ভিতরে 

কষ্ট হচ্ছে 

আমার হচ্ছে 

বৃষ্টি কষ্ট। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...