Saturday, September 10, 2022

শেষ অবধি তবে ভাঙলো

 


শেষ অবধি  তবে ভাঙলো 

... ঋষি 


একটা নড়বড়ে মন্দির  


মন্দিরের দেওয়ালের গায়ে প্রাচীন জন্ম ফাটল 


এক বিশাল অশ্বত্থ মাটি আগলে বসে আসে বহু বছর,


মন্দিরটা  ভাঙছে না কিছুতেই 


অথচ চিড় বাড়ছে দিনে দিনে 


অশ্বত্থ গাছটার শিকড় আর  মাটি আগলে মন্দিরটা  বাঁচছে। 


.


পথ চলতি মানুষ নিয়ম করে ভাবে 


এই বোধহয় ভেঙে যাবে আজ ,এই বোধহয় ভীষণ ঝড়জলে গুঁড়িয়ে যাবে 


কিন্তু অদ্ভুত জোড় এক ,অদ্ভুত প্রসবিত ভাবনা 


মন্দিরটা  ভাঙছে না 


শুধু একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে বোধহয় সময়ের ভারে


শুধু একটু একটু করেবোধহয় মন্দিরটার সয়ে যাচ্ছে বদলানোর যন্ত্রনা। 


.


আমি কপাল খুলে দেখছি 


অন্যের মতো ভাবছি আজ বোধহয় আজ মন্দিরটার শেষ দিন 


আজ বোধহয় ঠিক গুঁড়িয়ে যাবে 


কিন্তু সত্যি হচ্ছে না সেটা ,


আমার দুঃখ হচ্ছে বটে 


এমন থাকার থেকে না থাকার তফাৎ কি 


এমন কাউকে বিশ্বাস করে ,আগলে বাঁচার তফাৎ কি 


আজ না হয় কাল ,কাল না হয় পরশু 


ঠিক ভেঙে পড়বে মন্দিরটা 


পথচলতি লোকজন তখন হয়তো খানিকটা বিরক্ত হবে 


কিছুটা হলে রাস্তা আটকাবে সেদিন প্রাচীন মন্দিরের দেওয়ালের  ধ্বংসস্তূপ 


হয়তো কেউ কেউ বলবে শেষ অবধি তবে ভাঙলো। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...