Sunday, September 25, 2022

শুভ মহালয়া

 


শুভ মহালয়া 

... ঋষি 


"জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, 


অভয়াশক্তি বল প্রদায়নী তুমি জাগো "   


.


চিৎকার করতে ইচ্ছে করছে 


কোনো এক ঐশ্বরিক নারী ,কোনো এক পদকমলে সমর্পিত হৃদয়,


নির্ভীক দৃষ্টি ,অনন্ত গভীরতা 


এই পৃথিবী লেহনের বাইরে যা কিছু তাই সমর্থক নয় 


বড় বেশি অবহেলিত সময় বেদনার দূত। 


.


একটা রাত কাটে ,অন্য রাতে 


ঘুম আসে না 


স্বপ্নে জেগে থাকে নারী ,সে অহংকারী ,সে বুদ্ধিমতী ,


এই পৃথিবী সুজলা ,সুফলা কাণ্ডের ওপাশে এক নারী 


আমি প্রশ্ন করেছি সেদিন চলন্তিকাকে 


সত্যি পুরুষ কি আছে ?


.


উৎসবের মরশুমে  আমার শহরে ঘুম ভাঙা মহালয়ার সুর 


পিতৃপক্ষের শেষক্ষণ ও দেবীপক্ষের সূচনাকাল


অশুভ শক্তির বিনাশ ,


সারা শহর জুড়ে মাতোয়ারা উৎসবের গন্ধ 


কুমোরটুলির প্রতিমার চোখে এখন বোধহয় মানুষের আনন্দ 


আমার প্রশ্ন করতে ইচ্ছে হয় চলন্তিকাকে 


আচ্ছা এই সময়ের  কি সত্যি শান্তি আছে ?


                          আর আনন্দ ?


  .


" আশ্বিনের শারদ প্রাতে বেজে  উঠেছে আলোক মঞ্জির, 


ধরনীর বর্হিআকাশে-অন্তরিত মেঘমালা "


পুঞ্জ পুঞ্জ মেঘ ,মানুষের স্বপ্নগুলো 


মানুষের বেঁচে থাকাগুলো আজ বড় বেশি ব্রাত্য।  


সময় বদলায় 


সে যে থামতে শেখে  নি 


তবুও হতাশা ছাড়িয়ে মানুষের ভালো থাকার ইচ্ছা 


বেঁচে থাকার ইচ্ছা। 


.


প্রাক উৎসবের মরসুমে সেই যে ন্যাংটো ছেলেটা হঠাৎ দৌড়ে এসে মাকে জড়ায় 


প্রশ্ন করে মা মহালয়া কি ?


মা হাসে বলে চুপ করে শোন 


রেডিও তখন জানান দেয় এখন শুনুন মহালয়া ১৪২৯


শুরু হয় 


"যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী

যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী ।

শক্তিঃ শুম্ভনিশুম্ভদৈত্যদলনী যা সিদ্ধিদাত্রী পরা

সা দেবী নবকোটীমূর্তিসহিতা মাং পাতু বিশ্বেশ্বরী ।। ।"


ছেলেটা মহালয়া শোনে ,মায়ের কোলে ঘুমিয়ে পড়ে যেন কখন 


পৃথিবী আবারও ফেরে নিয়মমাফিক 


 বেদনা সরিয়ে আবারো টেলিফোনিক বার্তায় শোনা যায় শুভ মহালয়া।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...