Friday, September 30, 2022

ভোলা পাগলা

ভোলা পাগলা
.. ঋষি 
উৎসবের মেজাজে হাত পা ছড়িয়ে গা চুলকাচ্ছে ভোলা পাগলা
সামনে ফুটপাথ দিয়ে হেঁটে চলেছে দর্শনার্থী, 
আলো ঝলমলে শহরের গায়ে আজ নতুন পোশাকের গন্ধ
ভোলা আকাশের দিকে তাকিয়ে হা হা করে হাসছে 
তার সারা শরীরময় ধুলো, অপরাধের গল্প 
ভোলা হাসছে ঠিক কিন্তু তার চোখের কোনে জল।
.
তোমরা কজন ভোলাকে চেন? 
তোমরা শুধু জানো এই পৃথিবীতে পুরুষ খোঁজে যৌনতা,
কিন্তু ভোলার মত কেউ কেউ আছে 
যে খোঁজে মানুষ, মনের মানুষ, বাঁচার মানুষ। 
এই সাজানো নাটকের মুখোশে 
যেখানে ভালোবাসা খোঁজে কারণ, 
সেখানে কেউ কেউ ভোলার মত ভালোবেসে পাগল হয়ে যায়। 
.
ভোলার সামনে পথচলতি কেউ ছুঁড়ে ফেলে একটা জ্বলন্ত সিগারেট 
ভোলা তুলে নেয়, চেপে ধরে তার বুকের উপর
তারপর চিৎকার করে বলে তার প্রেমিকার নাম, 
পথ চলতি অনেকে ভয় পায় একটা পাগলকে জন্তুর মত চিৎকার করতে দেখে।
হঠাৎ একদল চ্যাংরা যুবক ঢিল ছুঁড়তে থাকে ভোলাকে লক্ষ করে
ভোলা হাসতে থাকে,
তার প্রেমিকার নাম নিয়ে চিৎকার করতে থাকে, 
কিন্তু বোকা ভোলা বুঝতে চায় না তার প্রেমিকা আর ফিরবে না
বোকা ভোলা বুঝতে পারে না প্রেমিকার নাম করে চিৎকার করাটা অপরাধ। 
আমিও জানি তাকে কেউ বুঝবে না সে প্রেমিক
আমি জানি তাকে কেউ জানবে না 
শুধু সময় কাটবে, উৎসব আসবে, উৎসব যাবে
কিন্তু বোকা ভোলার আর ভালো থাকা হবে না
সে পাগলই থেকে যাবে। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...