Thursday, September 15, 2022

খেলাঘর





আমি হাত রেখেছি, মাথা রেখেছি 
কিন্তু সে কথা রাখে নি, 
আমি কথা ধুয়ে খেলনাবাটি খেলেছি
দিনান্তে খেলছি খেলা ঘরে
কিন্তু সে ঘর রাখে নি। 
.
ঘর কাকে বলে? 
অন্ধকার কাকে বলে? 
বোধহয় একগাদা স্বপ্নের নাম ঘর, 
আর স্বপ্ন যখন ধুলোর সাথে মিশে যায় 
তখন অন্ধকার। 
.
অন্ধকার একটা পথের নাম 
যার শুরু আছে আর কিন্তু শেষ নেই, 
নিন্দুকে বলে রাতের পরে দিন 
আর আমি  বলি 
রাতের পরে অপেক্ষা অন্য রাতের। 
.
আচ্ছা অপেক্ষা কাকে বলে? 
আমার মনে হয় অপেক্ষা হলো শান্তির খোঁজ,
অপেক্ষা হলো মোহন বাঁশীর সুর।
একটা ভিজে বালিশে ঘুম আসে না ঠিক 
কিন্তু ঘুমোতে গিয়ে বালিশ ভেজানো যায়। 
আমি বালিশে ঘুমিয়েছি,ঘুমিয়েছি বালিশ ছাড়া
কিন্তু ঘুম আসে নি আজ বহুদিন,
তুমি যে দূরবীনে চোখ ঘষে আগুন জ্বালাতে চাও
আমি সেই আগুনে বাস করি 
আর ঘর সে তো আগুনের সমার্থক মাত্র।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...