Thursday, September 29, 2022

হেলিকপ্টারের ডানা

হেলিকপ্টারের ডানা 
.... ঋষি 
.
মাঝে মাঝে মনে হয় গতজন্মে বেঁচে আছি 
কি ছিলাম, না হে মনে পড়ে না,
সত্যি হলো আজকাল নাম, ধাম, পদবী সব মিথ্যে মনে হয় 
গত জন্মে তুমি এসেছিলে মনে হয়,
তোমাকে চিনেও আজকাল নিজের গভীরে লুকিয়ে রাখাটা কষ্টদায়ক
তাই এ জন্মে লোডশেডিং জীবনভর। 
.
জানতাম তুমি এই ভাবেই তাকাবে 
আসলেএই বয়সে নতুন করে হওয়ার কিছু থাকে না
শুধু মাথার উপর দিয়ে হুশ করে উড়ে যায় বাঁচা
যেন হেলিকপ্টারের ডানা
কিছু বদলায় কিনা জানি না,শুধু সম্পর্ক বদলে যায়
আর ক্রমশ বদলাতে থাকে জন্ম মৃত্যুতে । 
.
ক্রমশ ফুরিয়ে আসা  আমাদের  কথার মেয়াদ
ক্রমশ বাড়তে থাকা আমাদের প্রাচীন পাপ ,
অশান্তিকেই কাছের লাগে বড় আজকাল
শান্তিকে মনে হয় ডিকশনারীর ভিতর কোনো এক নারী 
যাকে পাওয়া যায় না তোমার মতো 
আর ছোঁয়াটা যেন আকাশের চাঁদ। 
নতুন নতুন আপদবিপদ,প্ৰাচীন কিছু হিসাবনিকাশ 
ছিঁড়ে যাওয়ার পরেও নিখুঁত গিঁটের অভিনয়
দারুন মুখোশ আর 
                     মুখোশের মানুষ। 
এ এক অদ্ভুত সময়ে বাস করছি আমি আর তুমি 
যে লোক কোনোদিন চিঠি লেখে নি 
সে হঠাৎ আজকাল চিঠি লেখা শিখিয়ে হাততালি কুড়োচ্ছে ,
যে লোক ভালোবাসাকে এতদিন শুধুমাত্র প্রয়োজন মনে করেছে 
সে হঠাৎ ভালোবাসি বলে নিজেকে সম্পর্ক প্রমাণিত করছে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...