একলা
... ঋষি
একলা একটা কবিতার ঘর
“You smile, but you wanna cry. You talk, but you wanna be quiet. You pretend like you’re happy, but you aren’t.”
.
একলা হতে হতে একদিন সাগর হয়ে যাবো
একলা হতে হতে একদিন ঠিক মরুভূমির মাঝে দাঁড়াবো
সব একলার কোনো বাঁচা থাকে না
শুধু থাকে বাঁচার মতো কিছু ,
সমস্ত একলাই পৃথিবীতে কারণ ছাড়া অবশিষ্ট
শুধু মনের কোনে কিছু।
.
আমাদের মাঝে যে কথাগুলো একলা
সেগুলো কখনোই বলা হয়ে ওঠে না
আমাদের মাঝে যে কথাগুলো না বলার
সেগুলো আমরা বলি
একলা বাঁচি ,একলা মরি
শুধু দিনান্তে কিছু স্বপ্ন তবুও মরে না কিছুতেই।
.
একলা হতে হতে একদিন তোমার হয়ে যাবো
একলা হতে হতে একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাবো
সেদিন কি থাকবে জানি না
সেদিন কি বাঁচবে জানি না
শুধু জানি প্রতিটা একলা একটা না জন্মানো যন্ত্রণার কবিতার মতো
শুধু জানি প্রতিটা একলা শব্দটা উচ্চারণে ব্যাকরণ বিঘ্নিত দুর্ঘটনার মতো।
তবু কিছু এসে যায় না
দিন কাটে ,তবু কাটতে চায় না
মাঝ সাগরে উঠতে থাকা ঝড়
বড্ড বোকা একলা গুলো মুহূর্ত আর সময় নির্ভর ,
ঘুম আসে না জানি
মরুভূমিতে যাদের ঘর
তারা একমাত্র জানে জীবনের তৃষ্ণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর।
No comments:
Post a Comment