Tuesday, September 20, 2022

শহরের কবিতা

 শহরের কবিতা 

... ঋষি 

.

তোমার চোখে  কলকাতা ঢেলে দেবো 

আমি লুকিয়ে যাবো পুরোনো কলকাতার ট্রামডিপোর ঘুমটিতে  

তুমি চোখ খুলবে যখন সকালের শহরে তখন জাগছে 

আমি দেখতে  পাবো তোমার আদরের চোখ   ,

কলেজস্ট্রিটের পুরোনো বইয়ের দোকানের তখন কলরব 

শক্তি ,সুনীল ,শ্রীজাতরা তখন সকালের কবিতায় তোমায়  খুঁজছে। 

.

শ্যামবাজার মোড় থেকে ক্রমশ বাড়তে থাকবে ভিড় 

কোনো অসময়ের মিছিল থেকে আমি শুনতে পারবো মানুষের চাওয়াগুলো ,

তুমি তখন সদ্য স্নান সেরে পুজোর ঘরে 

সংসারের শব্দ লুকিয়ে শান্তি খুঁজবে কিছুক্ষন ,

ঈশ্বরকে বলবে সময়ের ভালো হোক 

কিন্তু জানলার বাইরে তখন দুটো শালিখ হয়তো ঘর বদলাবে। 

.

ধর্মতলার কড়া রৌদ্রে মোড়ে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক

বিশ্ব শান্তি খুঁজতে  চায় সে 

তার পাশে অন্য এক পাগল ফস করে বিড়িতে আগুন ধরায় 

তুমি তখন রান্নাঘরে ব্যস্ত শেষের খিদেতে।

বড়বাজারের টানা রিকশার ফাঁকে দুরন্ত বেচাকেনা 

শহর কিনতে চাইছে সুখ পুরোনো অভ্যেসে ,

একপাশে চায়ের দোকানে ধুঁকতে থাকা কুকুর হাওড়া ব্রিজে 

একটু রৌদ্র লুকোচ্ছে। 

এইভাবে ক্রমশ অন্ধকারে আকাশের তারারা স্নেহ খুঁজছে ভিক্তোরিয়ার পরীতে 

তখন পরী সেজে অপেক্ষা করছো 

পাশে তোমার সন্তান 

আর মনে মনে ভাবছো এই শহর ঘুমোয় না অনেকদিন।

.

আসলে দিন গুলো কাটে এই শহরে অনবদ্য কবিতার মতো 

আসলে বয়স বাড়ে এই শহরে হাজারো অপেক্ষায় ,

সময় ফুরোয় রোজ 

ময়দান থেকে নবান্ন ,সেখান থেকে মানুষের সুখ ,দুঃখ 

ভালো দিন কুড়োতে চায়। 

আমি  চাই শহরের কবিতায় মানুষগুলো জেগে উঠুক 

তুমি চাও নিজের মতো সাজানো একটা শহর 

কিন্তু বয়স বাড়ে ক্রমশ 

আর কমতে থাকে মানুষের গভীরে একলা সুখ। 

 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...