সেদিন কিছু থাকবে না শুধু বোঝাপড়া ছাড়া
সেদিন দুজনে মুখোমুখি দুটো মুখোশ পড়বো
কেউ হাসবো, কেউ মিথ্যে বলবো
কিন্তু বিশ্বাস করো সেদিন বাঁচবো না কেউ।
.
যে শব্দগুলো রাত বারোটার টেলিফোনে একলা হয়ে বাজে
আরেবাবা একটা নিয়ম তো আছে,
তবে যেখানে অন্যের দেওয়ালে কেঊ থুথু ফেলতে পারে
সে তো বলতেই পারে অধিকারের কথা
সে তো মুখ ঢাকতেই পারে মুখোশে৷
.
ব্যার্থতা প্রাসঙ্গিক একটা শব্দ
কেউ কেউ মাঝখানে দাঁড়িয়ে হাততালি দেয়
কারোর আবার হাত থাকে না
অজুহাত থাকে।
একদিন দেখো আমরা উল্টোপথে চলতে শুরু করবো
চলার পথে আর আমাদের শরীর থাকবে না
ইচ্ছে থাকবে না
শুধু যৌনাঙ্গ থাকবে
আর সেখানে থাকবে বোঝাপড়া
আর ইতিহাস।
No comments:
Post a Comment