Thursday, May 29, 2014

RISHI026@GAMIL.COM

একটা কবিতা
................... ঋষি

কলমের নিবে এইমাত্র কবিতা দেহ রাখলো
কবিতার আবার শরীর।
মৃত কবিতাগুলো লেখা ছিল কবির হৃদয়ে
এইমাত্র নেমে এসে ছড়িয়ে পড়লো আলোয়।
আর এইমাত্র বেড়ে গেল সভ্যতা
একক দশক করে ,কয়েকশো গুন
হৃদয়ের আলোয়।

কবিতারা মাটিতে থাকা অন্ধকারে জোনাকি
জ্বলছে নিবছে চেতনার মতো।
কিন্তু কোথাও যেন একটা ফাঁকা জায়গা
একটা শূন্য ,কবিতারা শুরু হয় শূন্য দিয়ে।
আর পূর্ণ হয় সাদা কাগজের চামড়ায়
কলমের বৈজ্ঞানিক নাড়াচাড়ায়
স্পর্শের আনন্দে।

অপরাহ্নের আলো ছুঁয়ে প্রকৃতির মতো
ঐশ্বরিক শব্দগুলো ঈশ্বরের মতো।
কখনো প্রেম ,কখনো দুঃখ,কখনো আনন্দ নিয়ে
ঈশ্বর হেঁটে যান সৃষ্টির যন্ত্রনায় পিঁপড়ের মতো।
হৃদয় জুড়ে এক তৃপ্তি
সৃষ্টি ,সৃষ্টি ,সৃষ্টি ,,,,একটা সৃষ্টি
একটা কবিতা। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...