Thursday, May 22, 2014

rishi026@gmail.com

মুক্তির আকাশ
................ ঋষি

বুঝি নি সেদিন
সোনালী পালকের আকাশে আমি মুক্ত।
আজ বুঝি
আমার পাঁচ বাই পাঁচ জাবেদা খাতা,ক্যালকুলেটারে  হিসাবে
নিজেকে বড় বেহিসাবী লাগে।
ফুরিয়ে যাওয়া পাতায় পাতায়
আমাকে কাছে ডাকে মুক্তির আকাশ।

বুঝি নি সেদিন
প্রেম যেদিন জড়িয়ে ধরেছিল লেপ্টে শরীরে।
আজ বুঝি
জীবন্ত ইঁদুর দৌড়ে ক্লান্ত জনতার সারি।
জীবন ভালো থাকতে চাই না
আর যা হোক প্রেম হৃদয়ে লুকিয়ে থেকে
আর ফিসফিস করে বলে মুক্তির আকাশ।

বুঝি নি সেদিন
শুধু দৌড়েছি পাওয়ার চাহিদায় বাঁধনের মাঝে।
আজ বুঝি
ক্লান্ত শরীরে ভিতর বাহিরে হৃদয় মুক্তি চাই।
উড়তে চাই মুক্তির আকাশে
বার বার এ জীবন ফুরিয়ে যেতে চাই
হাজারো ব্যস্ততায় মৃত্যুর আগে মুক্তির আকাশ। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...