Sunday, May 4, 2014

rishi026@gmail.com

 মিস করছি তোকে
........... ঋষি

কিছু হয় নি বিন্দাস আছি ,ভালই তো
শুধু মিস করছি তোকে।
দস্যিপনায় ফুটপাথের রৌদ্র মেখে
নদীর কুলকুল ধ্বনি হৃদয়ের
তোকে ছুঁয়ে থাকে ,আসলে ভালোবাসে।

খুব গোপন তোর কানের কাছে ফিসফিস
মিস করছি,মিস করছি।
আর কিছুনা ,এমনিতে ভালই আছি
শুধু তুই নেই কাছে
মনে হয় সেই সাতসমুদ্র পারে তুই।

কিছুটা মিয়ে যাওয়া মুড়ির মতো
একটু জলে ভিজিয়ে নি সিনেমার মতো।
এই তো ভীষণ কাছে তুই
এক ম্যাজিক ,,ঠিক তাই
একটা অদ্ভুত ম্যাজিক তুই আমার কাছে।

আরো কাছে আয় ভীষণ কাছে
আয় তোকে আরো মিস করি।
মিস করি তোর হৃদয়ের গন্ধটাকে
মিস করি আমাদের  সময়ের অক্ষমতাকে
আয় তোকে আরো মিস করি।

কিছু হয় নি বিন্দাস আছি ,ভালই তো
শুধু মিস করছি তোকে।
কষ্ট হচ্ছে ,হৃদয়ের কুঠরিতে রক্তপাত
যেন তুই আছিস শরীরের  রক্তের  মতো
নিঃশ্বাস নেবো কষ্ট হচ্ছে। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...