Monday, May 19, 2014

rishi026@gmail.com

আমার ক্যানভাস
................ ঋষি

আমার ক্যানভাসে খোলা আকাশ
আর সমুদ্রের জল বড় শান্ত
শান্ত তোমার চোখের মতো আমার সৃষ্টি।

আজকাল আর ঝড় ওঠে না যখনতখন
শুধু তুমি স্পর্শ করলেই জ্বর আসে।
সে এক কেমন আনচান ভাব
মনে হয় তোমায় আমি নিজের মতো আঁকি
আর আমার কপালে তুমি ঠেকাও ঠোঁট।

আজকাল সুনামির আড়ি করেছে আমার সাথে
শুধু তোমার থেকে দুরত্ব বাড়লেই সুনামি আসে।
হৃদয়ের ছাদ ভেঙ্গে নেমে আসে মাটিতে
মনে হয় সব ভেঙ্গে তছনছ করি
ধ্বংস করি পৃথিবীর  প্রেম শব্দটাকে।

শুধু ক্যানভাসে যখনি তুলি ধরি
চেষ্টা করি আকাশ ,বাতাস আর প্রকৃতির ছবি আঁকি।
কিন্তু হয় না ,কিছুতেই হয়ে ওঠে না
আনমনে ,আরো গভীরে তোমায় এঁকে ফেলি
আমার আর কিছু আঁকা হয় না।

আমার ক্যানভাসে এখন শুধু তুমি
ভীষণ শান্ত গভীর নদীর হৃদয়ে  তুমি
আর একমনে তোমায় আঁকি আমি।



No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...