Thursday, May 1, 2014

RISHI026@GMAIL.COM

দিগন্তের ওপারে
........... ঋষি

গঙ্গার ক্যানভাসে ছোটো একটা ডিঙ্গি নৌকা
পিছনে হাওড়া ব্রীজ।
ছোটো একটা স্বপ্ন এই বিশাল আকাশে
উড়তে থাকা পাখি আর গঙ্গার জল
বড় পবিত্র তুই আমার আকাশে।

একটা ছড়ানো ছেটানো যাতনার চেতনা
কিছুটা যন্ত্রণার মুক্তি তোর শরীরে।
একটা পাশবিক কামনা ,কিছুটা অনিয়ন্ত্রিত
অনিদিষ্ট অনন্ত  জ্বালা আমার শরীরে
মিলে মিশে উত্পন্ন  প্রেম আমাদের।

সবটাই অমিমাংসিত গঙ্গার ক্যানভাসে
কুল কুল জল বুকের ভিতর।
পুরো জোয়ার ছাপানো অন্ধকারে আমি আর তুই
আর মুক্তি ,এক তৃপ্তি হৃদয় শৃঙ্গারে
অলংকিত হৃদয়ের পটে বিশাল আকাশ।

দুএকটা হিরে মাটির থেকে আকাশে
জ্বলজ্বলে চোখ আকাশের তারা ছুঁয়ে স্বপ্নের।
যেখানে সীমাহীন অনন্ত অধিকার
জীবন মেনে না মানার নেশায় মত্ত
কিছুটা জীবন আনন্দে গঙ্গা স্পর্শের আশায়। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...