Thursday, May 15, 2014

rishi026@gmail.com

সম্ভব ও অসম্ভব
............. ঋষি

আবর্তনের পর প্রত্যাবর্তন সম্ভব নয়
কিন্তু সম্ভোগের পর কষ্ট সম্ভব।
জানলার মরচে পরা লোহার কুচিগুলো
বিরক্তিকর মসৃন জীবনের প্রতিফলন
কিন্তু জীবনের পর মৃত্যু সম্ভব।

আমার এ কবিতা জমে বরফ শতকের পর
অন্য শতকে জন্ম ,মৃত্যু সব অহংকার।
কিন্তু কবিতারা ফুরফুরে হওয়ায়
বৃষ্টি ফোঁটা ঝরছে ,ঝরবে
কিন্তু খরা বৃষ্টির রক্তক্ষরণ সম্ভব .

প্রতিটা দিনের পরে রাত আর তার পরে
দিন আসে ,,সময় ঘুমিয়ে পরে ফাঁকে।
চুঁয়ে পরা স্বপ্নরা অবচেতনার কার্নিসে
মিছিল করে ,,বিবস্ত্র প্রাপ্তিতে
মোমবাতি গলে যাওয়া সম্ভব।

অজস্র তারাদের ভিড়ে লোকানো কষ্টরা
যদি বৃষ্টির মতো নামতে থাকা তারা খসে।
তবে তো আকাশ শুন্য হবে
বুকের পাহাড় ভেঙ্গে নামবে কষ্ট ঝরনা হয়ে
সেই ঝরনায় নিশ্চয় তৃপ্তি সম্ভব।

আবর্তনের পর প্রত্যাবর্তন সম্ভব নয়
অন্ধকারের পরে দিন না হোক গোধুলি সম্ভব।
কনে দেখা আলোয় রামধনু রঙের প্রকিতির স্পর্শে
কিছুক্ষণের হলেও এ জীবনে ভালো থাকা
আর হাসতে থাকা সম্ভব। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...