Wednesday, May 14, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতার মানে
................ঋষি

টের পাচ্ছিস বারুদের গন্ধটা
টের পাছিস তোর শরীরে মিসিং অংশগুলো।
বারুদের গন্ধমাখা বিকেলের আলোয় সিগারেটের ধোঁয়া
আর দুরে দেখা যায় সেই বিষাক্ত হাওয়ার কারখানার ভো।
ছুটি হলো তোর,,,,, ছুটি হলো
ছুটি হলো সভ্যতার সভ্য আচরণের।
ছুটি হলো আইনের নামে বদলানো মানের
পথের উপর দিনে দুপুরে ছিটকে পড়লো রক্ত।
মানুষের ভাইয়ের ,মানুষের বোনের,মানুষ মানুষের
আর তারপর তোর পাওয়াটা।
বেঁচে থেকে মরে যাওয়ার মানেটা
লেপ্টে চলা কেঁচো।
এক সভ্যতার ইতিহাস লেখা হলো আইনের নামে
একটা দিন ,সন্ত্রাস চলে গেল তোকে চিরে।
টের পেলি ভুক্তভোগী মেরুদন্ডহীন রক্ত
টের পেলি সভ্যতার মানে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...