Wednesday, May 14, 2014

rishi026@gmail.com

এত আলো
............. ঋষি

দুচার পা বাড়িয়ে রৌদ্রের স্পর্শগুলো
আদুল গায়ে।
এত আলো ,আলো চারিধারে
এখান থেকে চাঁদ দেখা যাবে না।
দেখা যাবে আঁধারে হারানো দিনগুলো
শুধু তৃপ্তি বেঁচে থাকায়,বাঁচতে চাওয়ায়।

শাড়ির আড়ালে কিছুটা অলক্ষ্যে বাড়া হৃতপিন্ড
কিছুটা চামড়ার রং অস্তিত্বের গায়ে।
দু পায়ে চার পায়ের পথ হেঁটে চলা
জংলি জং অন্ধকার চাই।
হাত বাড়ায় আরো দুরে অন্য কোথাও
তোমায় ছুঁতে চাই।

এহেন বাঁধার মাঝে আগলানো পৃথিবীর জানলা
ওপারে আলো আমার ঘরে এলো.
বিছানার চাদর জুড়ে অস্তিত্বের তান্ডব
খুব ভালো কিন্তু অগোছালো।
আবার আরেকবার প্রেম ছুঁয়ে গেল
এত আলো আর এত আলো। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...