Friday, May 30, 2014

RISHI026@GMAIL.COM

বাউলে চিঠি
................ ঋষি

বাউলের হাতে একতারা
দুতারা ,,তিনতারা ,,আরো কত আকাশের গায়ে।
আজ ও  চিঠি আসে নি ভালো থাকার
শুধু ছড়িয়ে ছিটিয়ে গেছে চিঠির উপরে শব্দমালা।
আজ ও ডাকপিয়নের ঘরে ঠিকানার খোঁজ
আকাশের হৃদয়ে এদিক ওদিক লোকানো তোমাতে।
শব্দ ঘোরে ফেরে পিঁপড়ের মতো
মাথার ভিতরে ভাঁড়ার ঘরে।

কফিন থেকে নিজেকে তুলে দেখেছি
দাঁড়িয়েছি এসে ঘুমের ঘোরে সভ্যতার আলোতে।
আরো কাছে তোমাকে আমি চেয়েছি
গ্রীস ,রোম ,ভারতবর্ষ  সবটাই দেখেছি।
ঘুরেছি আরো গভীরে প্রথিবীর বুক ছিঁড়ে
এক আকাশ স্বপ্নের নিচে।
যখন তোমায় ভালোবেসেছি
দুরত্ব যে দৌরাত্ম হয় তা বুঝে গেছি এতদিনে।

বাউলের হাতে একতারা
দুতারা ,,তিনতারা ,,আরো কত আকাশের গায়ে।
সবটাতে তোমাকে পাই না আমি
শুধু খুঁজি আর খুঁজে যায়।
গভীর কোনো নক্ষত্রমন্ডলীর  ভেতরে থাকা তুমি
স্বপ্নে দেখি বারে বারে তুমি হাসছো।
চিঠি লিখি ভালো থাকার বুকের ভিতর
কিন্তু তোমার ঠিকানা জানা নেই লোকানো কারাগারে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...