Tuesday, February 13, 2018

কিছু মানুষ

কিছু মানুষ
,,,,,,,,ঋষি
★**************************************★
কিছু মানুষ পুতুল হতে ভালোবাসে
,,, , খেলার পুতুল
যাকে সুবিধা মত আদর করা যায়,আবার দুই চড় মেরে বসিয়ে রাখা যায়।
এমন পুতুল যাকে ইচ্ছে মত পেট ভরে খাওয়ানো যায়
আবার পেটে লাথ মেরে বলা যায়
,,,,,,,,,,তুই বাজে, তুই দুষ্টু।

কিছু মানুষ ঘুড়ি হতে ভালোবাসে
ভালোবাসে আকাশে উড়তে লাটাই বাঁধা কোন প্রচেষ্টা ।
কিছু মানুষ ভোঁকাট্টা ঘুড়ি হয়
শুধু খুঁজে বেড়ায় নিজের ঠিকানা যেন কোন আশা।
কিছু ঘুড়ি আবার ছিঁড়ে নষ্ট হয়
আশাহীন,প্রত্যাশাহীন স্থবির বৃদ্ধ।

কিছু মানুষ মালগাড়ি হতে ভালোবাসে
ধীর, স্থির কোন নিরালায় ফেলে রাখা অপেক্ষা।
কিছু আবার জেট প্লেন
এক ছুট্টে আকাশ ছুঁতে চায়।
কিছু আবার হাতে টানা রিক্সা
যাদের বাঁচতে হলে অন্যকে দরকার হয়।

কিছু মানুষ একলা চলতে থাকা সড়ক হয়
যার দিকচক্রবালে ভেসে ওঠে প্রেমিকার মুখ।
কিছু সড়ক ঘুরে এসে একি পথে মেশে
যারা প্রেমিকার চারিপাশে চক্কর খায়।
কিছু সড়ক পাহাড় পেড়িয়ে সমুদ্রের দিকে ছুটে চলে
যেন প্রেমিকার বুকে মিশে যেতে চায়।

কিছু মানুষ একটু অন্যরকম পাগলাটে হয়
যাদের জন্ম থাকে না,থাকে না মৃত্যু।
যাদের আশেপাশে প্রচুর আলো
আসলে আলোর ঘোড়ায় চড়ে যারা শিকার করতে যায়।
যাদের কাছে সুখ আর দুঃখ সবটাই কমদামী
যারা আলোর খোঁজে ছুঁটে বেড়ায়।

আমার দিকে চেয়ে দেখো না, আমি নিতান্ত এক কবি
যে শুধু সময় লিখতে চায়।
লিখতে চায় এক চিলতে রোদ,চলন্তিকা তোমার বারান্দায়
একলা দাঁড়িয়ে রৌদ্র মাখতে চায়।
লিখতে চায় সোনালী স্বপ্নে দিন বদলের গান
কিছু মানুষ যদি বদলায়।

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...