নীল শহর
,,, ,,,,,,, ঋষি
****-************************************-**-----*****
অনেকটা যন্ত্রনা নিয়ে শুরু হলো সন্ধ্যা
কানে ভেসে এলো রেকডিং সমুদ্রে ভাসার শব্দ।
বাড়ির সামনে দিয়ে কোনদিন চলে যায়নি সাদা কাঁচের নদী
সেখানে সমুদ্র।
সারিয়ে নিলাম রঙিন কাঁচে বন্দী নীল শহর
রঙের পিচকিরি দিয়ে ছড়ানো আজস্র চিঠি।
নিরাময়
উড়ছে এয়ারোড্রোমের সন্ধ্যেবেলায় গভীর আকুল সমুদ্র।
কেউ কোনদিন কোন নিরাপত্তা
কোনও নক্ষত্র বা হলুদ স্বপ্নের কাছে পৌঁছে দিইনি।
যেখানে মাধ্যাকর্ষণের শেষ
সেখানে দিল খুলে গেয়ে উঠিনি চেহরা হে কেয়া খাব কোয়ি।
সাগর জেইসি আঁখে বালি,,,,,,,,,
শুধুই সমুদ্রের শব্দ।
সূচ ও সুতো
আধখোলা চোখে দেখে নিজের ভবিষ্যত।
পড়ার টেবিলে জড়ো হচ্ছে, রূপকথার মিথ্যে ছায়ারা
গোলাবাড়ির প্রতিধবনি, মুহু মুহু দংশন।
সন্ধ্যের শেষ আলোটুকু নিভে গেলো
নীল শারীতে,নীল সমুদ্র,বাঁশ বাগান,ড্রাকুলা।
নীল শহরের আলোর দেওয়ালে ফাগ আবিরের আদর
ধুস যাতা এটা আবার কবিতা নাকি।
যেখানে দ্বিতীয় পৃথিবীতে ভালোবাসা শুরু হয়
সেখানে সমুদ্রের শব্দ বড় একলা করে তোকে ছাড়া।
No comments:
Post a Comment