Wednesday, February 7, 2018

বাকিটা নিয়মিত

বাকিটা নিয়মিত
,,,,,,,,,,ঋষি
************:********::****::*******************

শেষ দরজাটা খুলে গেলো
খুলে গেলো একটা অন্ধকার দরজা শৈশবের কাছে।
মেয়েটা সদ্য মাত্র পাঁচ
অথচ শিক্ষা "ভয় "...........ধর্ষণ  কেয়ারঅফ শিক্ষক।
খবরটা সংবাদপত্রে ছিল,আপনি পড়েছেন
একটু আ আ উহু ইহু করেছেন,,,,,, শুধু এইটুকু।

পরের খবর
কলেজ ফেরত  মেয়েটা উধাও হয়ে গেলো।
সবে উনিশ
থানার দাঁড়িওয়ালা দারোগা সাহেব বললেন উঠতি বয়স পালিয়েছে।
লেকের ধারে একটা লাশ পাওয়া গেছে
থানায় অভিভাবক সনাক্ত করলো  সেই মেয়েটা।
নামটা সাধারন পারুল
আপনি চেনেন খবরের কাগজে  ছিল,পড়েছেন তো।
তারপর মুখরো চক চানাচুর
বেশ লাগে কি বলুন।

আর গল্প নয়
মেয়েটার কাছে অন্ধকার দরজা খুলে গেলো,,, চিচিং ফাঁক।
মা বাবা লজ্জিত,জবাব চাই, জবাব দেও,,,,সমাজ মুক
এই মৃত্যুর প্রতিবাদ চায়,পার্টি  বদল।
খেলা শেষ
শুধু আমি, আপনি সাক্ষি,,,,,আর বাকিটা নিয়মিত।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...