Thursday, February 15, 2018

কেমন মানুষ

কেমন মানুষ
,,,,,,,ঋষি
*********************************************

বলো তো তুমি কেমন মানুষ?

কেমন মানুষ
অন্ধকার শিকল,নাকি মধ্যরাতে ঘুম ভাঙা পেঁচা।

তোমার ভিতরে কি পাহাড়,না নদী
নাকি লুকোন কোনো প্রত্যন্ত গ্রাম,সবুজ পাতা
নাকি শুধু পানা পুকুড়?

আছে আকাশ,মেঘলা বেলা,রুপলী স্বপ্ন
তোমার জানলা দিয়ে পাহাড় দেখা যায়, আর ঝরনা।
জানলা খোলা,আদুরে বাতাস
নাকি স্যাত স্যাতে লুকোন অভিমান।

তোমার ঘরেতে সুখ আছে,আর দুঃখ
নাকি শুধু সিলিং ফঁড়ে চাঁদের আলো গায়ে পরে,
নাকি শুধুই  শ্মশানের মরা পোড়ানো গন্ধ?

কেমন মানুষ?
আলোর দরজা,নাকি ঝলমলে আগামীর কবিতা।

বলো তো তুমি কেমন মানুষ?

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...