Friday, February 2, 2018

প্রিহিস্টরিকাল সাইক্লোন

প্রিহিস্টরিকাল সাইক্লোন।
,,,,,,,,,,,ঋষি
★*************************************★
চলন্তিকা কোন বৃষ্টি ফোঁটা নয়
মধ্যরাতে শেষ পাতে বেড়ে চলা কোলেস্টরেল।
চলন্তিকা নগ্নতা দরজায় দঁাড়িয়ে অসামাজিক
দরজা বন্ধ করলেই,,,,,,,,,,,,।
বলতে নেই নিয়মের বাইরে দঁাড়িয়ে উপযাজক হওয়াতে
আপত্তি,,,   প্রিহিস্টরিকাল সাইক্লোন।

চলন্তিকা শুধু নগ্নতাই লজ্জা
তোমার ছত্রিশ সাইজের বুকে হাত রাখা যায় কিন্তু বলা নয়।
পথচলতি রমনীর রমনীয়তা উপভোগ করা যায়
কিন্তু সানগ্লাসে পাপ থাকে না।
আসলে পাপ শব্দটা ততক্ষণ সামাজিক যতক্ষণ লুকোন
কিন্তু কোন ছয়বছরের শরীরে হাত ঘষাতে না পাপ আছে, না লজ্জা।
মমবাতি মিছিলে দঁাড়িয়ে শ্লোগান ওঠে অশিক্ষার বিরুদ্ধে
অথচ বিয়ের অজুহাতে নিয়মিত ধর্ষণ  সামাজিক।
চলন্তিকা তবু নগ্নতাই লজ্জা, ভালোবাসাতে লজ্জা
অথচ ভালোবাসার নামে হস্তমইথুনে লজ্জা নেই।

নগ্নতা প্রাচীন ভগ্নস্তূপে জ্বলন্ত আগুন
খাজুরাহ থেকে জগন্নাথ ধাম সবটাই সামাজিক ও ইতিহাস।
তবু প্রকাশ্যে যোনি বললেই স্লাং
অথচ যোনিজ ক্রিয়া ও জন্ম সামাজিক।
চলন্তিকা আর কত ঘোমটার আড়ালে খেমটা নাচ
নগ্নয়ার পিরডে স্যান্যারি ন্যাপকিন গোজা।

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...