Saturday, February 24, 2018

কীট জন্ম

কীট জন্ম
,,,,,,,ঋষি
---+--------+--------+--------+------+------+------+------
ভালোবাসা মৃত্যুর ভাবনা
সিগারেটের তামাকে নেশা, পেয়ে বসেছে সময়।
মৃত্যুর দুদিন আগে বিষ মিশেছিল প্রেমে
প্রেম ভেবেছিল আবার জন্মাবে নতুন পৃথিবী বুকে।
শোনা কথা, রটা বদনাম, চোখে ঘুম ছিল না
আর সবটুকু প্রেম ছিল আজন্ম নিদ্রাহীন  চোখে।

নেশা শান্তির, বিনীদ্র যাপন, লালায় বিষ, নীলকণ্ঠ কীট
মৃত্যু ছুঁয়েছিল দু-একবার,কিন্তু প্রেম?
তোমার কি সত্যিই ঘুম পায়নি কখনো চলন্তিকা
আর আমার নেশারু চোখের স্বপ্ন?নিরুপম উত্তাপ।
কতটা রেশমী ছিল সবুজ উরুর চরাচর
উপগ্রহ, গহ্বর মাইল খানেক।
যাযাবর পায়ের ছাপ, গুটি ভেঙে ভেঙে
জল চুষে যায় মুখের ভেতর খানিক নিকোটিন।
আর
কীটজন্ম স্মৃতি।
ঘুম নেই, উপগ্রহ তোলপার করেও ঘুম নেই কোত্থাও
হে আদিম জীবন, আর একবার কীটজন্ম দাও।
নীল স্বপ্নে লাফ দিয়ে ঘুমের ভিতর
এক আঁজলা জল খুঁজে পাই।

মৃত্যুর দু'দিন আগে - টের পাওয়া যায় নি
প্রেম কবির কলমে নিষ্ঠুর যন্ত্রনা।
স্বপ্ন আর প্রেম থেকে বহু আলোকবর্ষ দূরে
তুমি আমার মৃত্যু হও কিংবা বাঁচা।
তবে আমার ঠোঁটে লেগে থাকা সিগারেটের চুমু
আর আমি কবি নই হয়ে যায় মৃত্যু ভালোবাসা।


No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...