Saturday, February 24, 2018

প্রজাপতি

প্রজাপতি
,,,,,,,,ঋষি
*-----+--------+--------+-----+-----------+-----++-----*
সকালবেলা অলক্ষ্মী
লাবণ্য লাবণ্য বলে ডাকছি পৃথিবীর শূন্যগুলিকে।
টেবিলে জড়ো হচ্ছে, রূপকথার মিথ্যে ছায়ারা
তা কি নিজেরই ইচ্ছায়?
উড়ে আসে একে একে গুটি ভাঙা প্রজাপতি
শুঁয়োপোকা ঘর ভাঙে, স্বপ্ন চোখ বাচাঁর আশায়।

বালিকা জলের কাছে
জলের উপর রুপলী আয়না,ন্যাকা ডাগর চোখ।
সকাল বলে দেখ রে আমাকে
আমি বলি সময়,শুধু রঙ বদলায়,নিজের অভিসারে।
আমি সুন্দরী বলতে পারি না চলন্তিকা
শুধু বলি মানুষ।
আমার তুই বলাতে শুধুই আবষ্কার মানুষ
বাংলাশব্দের এই থ্যাঁতলানো ভালোবাসা
                                    শুধুই অভিসার।

সকালবেলার অলক্ষ্মী
ভেজাল মাপের ন্যাকা ন্যাকা বোকামি সুন্দরী চোখ।
শুধু বাইরেটা দেখা আর দেখানো
ভিতরটা কেউ দেখতে চাইলো  না।
শুধু গুটি ভাঙা  প্রজাপতি, নিয়মিত ধর্ষণ
কিন্তু আদর,গুটি বুনতে পারলো না।

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...