Wednesday, February 7, 2018

ভালো আছি

ভালো  আছি
,,  ,,,,,,,,,, ঋষি
********************************************

সময় মতান্তরে অনন্ত শয্যা
প্রলয়ের পরে উপলব্ধি মানুষ মৃতপ্রায়।
অবাক পৃথিবী অবাক করলে তুমি
অধিকার শুধু অভিধানিক একটা শব্দ মাত্র।
মানুষের নিরন্তর প্রচেষ্টা
বাঁচার তাগিদে খিদে,,  ,,,,,,,,, অনন্ত শয্যা।

সকালে ঘুম ভাঙা   চোখে জন্মমাত্রার উপযাজক সব
নিরন্তর কফি কাপে একচুমুকে বলা "ভালো আছি"।
সামনে পাহাড়ী ঢালে,সমুদ্রের উন্মাদ স্রোতে,
প্রকৃতির সবুজে চোখ ডুবিয়ে বলা "ভালো আছি"।
ভালো  আছি বলাটা একটা অভ্যেস মানুষের
একটা নিয়ম যা ভীষণ নিয়মিত।
অঅন্ত পারিশ্রমিক একটা দিনের শেষে প্রহসন
পথচলতি মানুষের উত্তর "ভালো  আছি"।
সময়ের ভীড়
প্রকারন্তরে "ভালো  আছি"।

সময় অহংকারি চলতে থাকা ঘড়ির কাঁটা
কাঁটা নিরন্তর না শেষ হওয়া উত্তর "ভালো  আছি "।
অবাক পৃথিবী অবাক করলে তুমি
সম্পর্ক  আরেকটা অভ্যেস শুধু বাঁচতে  চাওয়া।
আর বাকিটুকু ফাঁকি
"ভালো  আছি,ভালো  আছি"।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...