মৃত ভবিষ্যৎ
,,,,,,ঋষি
*******************************************
এখনও কাঁপছে,অন্তর গুহায় হায়নার ডাক
সময় সারথী এখন, থরথর এখনও মাটি।
এত চাপা পড়া দেহ
শহরের লাশ,রাষ্ট্রের লাশ,সময়ের লাশ।
এখনো কী বাঁশি বাজে?
রাস্তায় বড় ধুলো, টের পাও বাসি, পচা গন্ধ।
দূরে সরে যাবে বলে উল্লাস! উত্তাপহীন শরীর
আজকাল বড় কাঁপে নিজের ভিতর শুকনো পচা ভবিষ্যৎ।
কাছাকাছি থাকায় বড় বেশি ক্লেশ,হারানোতে সুখ
নড়েচড়ে বসেছে দুপুর,কফির চুমুতে লেগে আলসেমি তেতো।
মাটির গন্ধ নাকের করিডরে
এইভাবে ফিরে আসতে হয় মাটির কাছে।
ভীষ্মের শেষ ইচ্ছা
কত আর গুস্তাখি মেনে নেওয়া যায় নিজের নখের রক্ত।
অহং সম্বল জীবন
মৃত্যুর আগে মরতে মানা,বাঁচার নেশা,জেতার নেশা,
তবু চাপা পড়া লাশ কাঁদে
কাঁপতে থাকা মৃত ভবিষ্যৎ।
এখনও কাঁপছে
হাত বাড়াচ্ছে প্রতীক্ষা,মাটির নিচে শুয়ে থাকা লাশ।
বুকের বা দিকে নিঃশব্দে বেঁচে আছে স্বপ্ন
একসাথে জড়িয়েছে খাদ আর ঢেউ ফিরে দেখা ক্লিভেজ।
ধ্বস-ভাবনা থেকে শীঘ্র পতন
শহরের লাশ,রাষ্ট্রের লাশ,সময়ের লাশ,,,,, মৃত ভবিষ্যৎ।
No comments:
Post a Comment