Saturday, February 24, 2018

ছদ্মবেশ

ছদ্মবেশ
,,,,,,,, ঋষি
****************************************

ঈশ্বর শব্দটা লিখতে আজও ভুল করেছি
নিয়মিত একটা অভ্যেস হয়ে গেছে।
আমি কিন্তু নিয়মিত পঞ্চবটি ধূপ দিই,সামাজিক রিতী
আপনার একবিন্দু রক্ত কোন মানুষের জীবন বাঁচাতে পারে।
মানুষের পোড়া ভাবনাগুলো
ঐ পোড়া পঞ্চবটি ধূপের মতো ঈশ্বরের কৃপায়।

ফাগুনের পলাশ, ইস্কুলের ধুলোতে গড়াগড়ি
কুড়িয়ে নিচ্ছে নিঃশব্দ।
ফাগ, আবিরের আদরের গল্পরা পরাধীন নয় শুধু অস্থির
বসন্ত মিশ কালো কোকিল জিন্দাবাদ।
এক ভার্জিন দৈনন্দিন, নিরুপায় আকাশে আনন্দের আকাশ
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আবোল তাবোল ভাবনা
তবে সাবধান চলন্তিকা
কোকিলগুলোর খুব কাছে যেওনা শুনেছি
ওরা নাকি আজকাল কাক লুকিয়ে রাখে ছদ্মবেশে।

ঈশ্বর শব্দটা আজও লিখতে ভুল করেছি
কি হলো, বলোতো চলন্তিকা,আজ ছাদের উপর এতো ময়ূর। 
কোকিলগুলো গেলো কই?
আজকের অনুষ্ঠান এখানেই শেষ,ফিরে আসবো নতুন ভাবনায়।
আর ততক্ষন পঞ্চবটি ধুপ ছেড়ে চলো অনুশীলন করি
চিলেকোঠার শার্শিতে ঈশ্বরকে যদি আবার লেখা যায়।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...