সেফ জার্নি
,,,,,,,,,,,,,ঋষি
★*******************************************★
"গরুর পালের মধ্যে বাঘপরার দৃশ্য’ এঁকে
কি বোঝাতে চাইছ গো ?
যে মানুষ পথ হারানো বন্য পথের ভাঁজে নিজেকে খোঁজে
তার বাঁচার লোভ কেয়ার অফ ফুটপাথ।
অস্পষ্ট ধোঁয়াশা ও একরঙা পেন্সিলস্কেচ
নিরালায় ফুঁটে অঠে জার্নি, সেফ জার্নি।
এর চেয়ে ভালো আখরোট লিপিস্টিকের দিকে তাকিয়ে
এক স্বপ্ন নদী সাঁতার কেটে ডাঙ্গায় ওঠা।
তার চেয়ে ভালো আশ্বিন; যা আসলে একটি নদীর নাম
তার গভীর জলে বুক থেকে কাপড় সরিয়ে স্নান করছে যে মেয়েটি
শরীরে তারও কিছু আশ্বিন জেগেছে।
তার অন্তরে আশ্বিনের রং ও রোদ্দুর
ভালো লাগছে সামান্য পরকীয়াটুকু।
নিশ্চুপ স্বপ্নে বাঁধ ভেঙেছে
ভালো লাগাটুকু থেকে যাক পাঁজরের প্রতি রন্ধ্রে
ভালো নাই বা থাকা হলো।
ছোঁয়া লেগেছিলো; কেঁপে ওঠা ভেজা গোলাপ গায়ে
তাকিয়ে রয়েছে নীল বিড়ালের চোখ।
আমার প্রান্তরে ঘাসের উপরে ঝরে পড়ছে পালকের মতো স্বপ্ন
তাকে তুমি কুয়াশা বলছো ! হাসছো গভীর জীবন।
তবু জানো অস্পষ্ট ধোঁয়াশা আর স্কেচ পেন্সিলে আমার স্বপ্ন ফুটছে
কারন তারা ভীষণ একগুঁয়ে আমার ইচ্ছাতে।
No comments:
Post a Comment