স্পর্ধা
................ ঋষি
================================================
২৪ সে জানুয়ারি
কিছু মহান নয় ,কিন্তু বড় দুর্বল দিন আমার কাছে।
এই দিনটা থেকে অদূরে সেই শুকনো পাতা ঝরা পথটা দেখা যায়
দেখা যায় কিছু অনিয়মিত পদচারণা চেতনায়।
ফিরে আসতে হয়
দূরে জায়েজ অন্ত্ৰছায়ায় অনবরত বমিভাব।
.
হরিতকি মুখে দি ,একটু লবঙ্গ
মাথা ছিঁড়ে পরে যাওয়ার জোগাড় ,রাতের অতৃপ্ত ঘুম।
কিছুই স্থির নয়
অস্থির পদচারণায় ভাঙ্গতে থাকি তোমার আসবাব।
ফিরে আসতে হয়
কবিতার পাতায় উড়ে যায় কাগজের এরোপ্লেন,
ছেলে ভোলানো দিন।
চুপ করে ভাবি হঠাৎ দুঃখগুলো চেপে ধরে
অনিয়মিত চুক্তি।
বুকের স্পর্ধা ,দেওয়াল ভাঙার লোভ ,বাঁচার আগুন
বুকের আকুতি সব ছড়িয়ে আছে আমার চারপাশে।
.
২৪ সে জানুয়ারি
পৃথিবী আজ থেকে বৃহত্তর জ্যোতির্ময় আমার কাছে।
এই দিনটার অদূরে শুনতে পাই প্রিয় কণ্ঠ ,প্রিয় নারী
উতলে ওঠে বুকের বাঁধনভাঙা ঢেউ।
ফিরে আসতে হয় ঢেউ ভেঙে নিজের কাছে
কারণ সুখ তৃষ্ণা অসুখ তৃষ্ণা অগ্নি তৃষ্ণা অধর তৃষ্ণা।
................ ঋষি
================================================
২৪ সে জানুয়ারি
কিছু মহান নয় ,কিন্তু বড় দুর্বল দিন আমার কাছে।
এই দিনটা থেকে অদূরে সেই শুকনো পাতা ঝরা পথটা দেখা যায়
দেখা যায় কিছু অনিয়মিত পদচারণা চেতনায়।
ফিরে আসতে হয়
দূরে জায়েজ অন্ত্ৰছায়ায় অনবরত বমিভাব।
.
হরিতকি মুখে দি ,একটু লবঙ্গ
মাথা ছিঁড়ে পরে যাওয়ার জোগাড় ,রাতের অতৃপ্ত ঘুম।
কিছুই স্থির নয়
অস্থির পদচারণায় ভাঙ্গতে থাকি তোমার আসবাব।
ফিরে আসতে হয়
কবিতার পাতায় উড়ে যায় কাগজের এরোপ্লেন,
ছেলে ভোলানো দিন।
চুপ করে ভাবি হঠাৎ দুঃখগুলো চেপে ধরে
অনিয়মিত চুক্তি।
বুকের স্পর্ধা ,দেওয়াল ভাঙার লোভ ,বাঁচার আগুন
বুকের আকুতি সব ছড়িয়ে আছে আমার চারপাশে।
.
২৪ সে জানুয়ারি
পৃথিবী আজ থেকে বৃহত্তর জ্যোতির্ময় আমার কাছে।
এই দিনটার অদূরে শুনতে পাই প্রিয় কণ্ঠ ,প্রিয় নারী
উতলে ওঠে বুকের বাঁধনভাঙা ঢেউ।
ফিরে আসতে হয় ঢেউ ভেঙে নিজের কাছে
কারণ সুখ তৃষ্ণা অসুখ তৃষ্ণা অগ্নি তৃষ্ণা অধর তৃষ্ণা।
No comments:
Post a Comment