Friday, January 25, 2019

আকাঙ্ক্ষায় প্রেম




আকাঙ্ক্ষায় প্রেম
....ঋষি
============================================
অনতিদীর্ঘ এক বারান্দায় পায়চারিরত প্রেম
নির্ভরশীল রেলিঙে দিয়ে উঁকি মারা আকাশ।
আসলে এই  পৃথিবীর ভার হলো প্রেম
একাকিত্বের চাপের নিচে ,অসন্তোষের বোঝার নিচে
ক্রমশঃ পাষান ,
অথচ আমরা আকাশ দেখতে ভালোবাসি।
.
কে অস্বীকার করতে পারে
স্বপ্নে প্রেম শরীর স্পর্শ করতে চায় আরো গভীরে।
চিন্তায় অলৌকিকতায় প্রেম ধরা দেয়
যেন অন্য পৃথিবী।
 কল্পনায় মানুষকে ব্যথিত  করে,হৃদয় পেরিয়ে
পুড়ে চলা সময়  শুদ্ধি অর্জনে,কারণ জীবনের নির্ভরশীলতা প্রেম।
কিন্তু আমরা এই ভার ক্রমশ  ক্লান্তিকর,
তাই বিশ্রাম চায় সময়।
ভালোবাসার সমান্তরাল পথে বিশ্রাম নিতেই হয়,
প্রেমের হাতে সমর্পণে।
.
অনতিদীর্ঘ এক বারান্দার উপর পায়চারিরত প্রেম
রেলিঙের বাইরে দাঁড়ানো আত্মারা নির্ভরশীল।
প্রেম ব্যতিক্রম নেই কোনও স্থিরতা ,
প্রেমের স্বপ্ন ছাড়া  নিদ্রাহীনতা, উন্মাদ এই সময়।
দেবদূতদের নিয়ে অন্ধকার আবৃত রাতপরী ,
অন্তিম আকাঙ্ক্ষায় প্রেম।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...