Friday, January 18, 2019

মিস মোনিকা

মিস মোনিকা
........... ঋষি
===============================================
মিস মোনিকা সম্পর্ক বদলানো রোগ
সামিল হাওয়াতে ভেসে চলা আত্মিকতা বড় নিভৃতে।
লাজুক হাসি ,দোলানো শরীর ,বুকের সরতে  থাকা কাপড়
পুরুষের চোখে লোভ।
অনির্দিষ্টকালীন কারফিউতে গলতে থাকা শহর
মোমের শরীরে অজস্র কামার্ত সংসার।
.
ফুরিয়ে যায় মিস মোনিকা
পিছনে ফিরে দেখো না বোধহয় সময়ের আর্তি।
তোমার বোধহয় সমস্ত সুখ জুড়ে
নিরিবিলি কাম।
বিশ্বাসের প্রশ্ন?গোলাপি মাংস খসে যায়
সময় ভেজানো  জল  শুধু পুরুষকে হাতছানি।
জল মোছার সহানুভূতির চেয়ে, খুঁচিয়ে বের করো লালা
মৃত্যু,সে শুধু তোমার নয় ,সাথে অজস্র সংসার।
মানুষ নিভে যায় অশনি হাওয়ায়।শহর বোবা তখন
 সুতোধোঁয়া বিনবিন করে মিস মোনিকা তোমার চিতায়।
আশ্বাসের মত জ্বলে নাছোড় ফুলকি
সংসারে স্ত্রী ,সন্তানরা ব্রাত্য তখন।
সময়  ছিঁড়ে নিলে  দগদগে ঘা আরো উন্নাসিকতায়
নষ্ট সময় ,নষ্ট তুমি মিস মোনিকা।
.
মিস মোনিকা আর কতো
লুকোনো হাসি ,লুকোনো মজা ,তোফা তোফা ,হাততালি।
হয়তো সময়ের আঁচলে ধ্বংস পুরুষ তখন
তার হারানো সংসারের অন্ধকারে  ঢাকে।
আর অন্ধকার রমণী তুমি তখন পিশাচিনী
তোমার ঠোঁটের লিপস্টিকে রক্তের দাগ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...