Thursday, January 17, 2019

দগ্ধতা

দগ্ধতা
............. ঋষি
============================================
বিশ্বাস খুঁজছে
নিঃশর্ত অলিগলি ঘুরে অনির্বান শব্দ।
প্রেম যেখানে কুঞ্জ বনে রাসলীলার মতো স্বাভাবিক
সেখানে মাছি উড়ছে ভনভন করে।
মাংস খুবলে গড়িয়ে নামছে নিত্যকার রসায়ন
বড় অস্বাভাবিক বিশ্বাস এই সময়।
.
ভ্রূ কুঞ্চনে লেগে আছে চলন্তিকা
নির্ভীক সময়ের দরজায় অসহায়তা অনন্ত মানুষের।
দুর্বলতা সম্পর্কের ভীত
অনির্দিষ্টকালীন সাইরেনের শব্দ
খরস্রোতে ভেসে যাওয়া বিশ্বাস স্বাভাবিক।
পঞ্চ রিপু থেকে লোভ মাথা ছাড়া দেওয়া
ছোবল মারছে নীলকণ্ঠকে।
এই কবিতা আমাকে ছুঁয়ে নয় ,না তোমাকে ছুঁয়ে
শুধু সময়ের শর শয্যায় অসংখ্য বিশ্বাস।
আশ্বাসের মত পুড়ছে  নাছোড় ফুলকি,
 আঙুল চিপে ছিঁড়ে নিলে নেওয়াই এই সময়।
উপচে আসে সস্নেহ ফুসফুস
পোড়া দগ্ধতা।
.
বিশ্বাস খুঁজছে
মজলিসে মানুষ হাসছে মানুষের ঠকে যাওয়ায়।
প্রেম যেখানে বিষাক্ত কোনো দিনে বড়ো  একলা
সেখানে কবিতা হেঁটে চলেছে এলোমেলো।
দ্রবীভূত সময়ের মতো অসুখ দুর্বলতা
বিশ্বাস শুধু কাঁচের গুঁড়োতে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...