Tuesday, January 15, 2019

সম্পর্কের টেক্সচার


সম্পর্কের টেক্সচার
...... ঋষি
=================================================
সম্পর্ক একটা অন্তরঙ্গ অভ্যেস
ভাঙাচোরা কিছু বেঁচে থাকার নীরব আকুতি।
গভীর খনিতে শ্রমের নিশ্চয়তা
জুড়ে থাকা কিংবা জোড়া সেজে থাকা সামাজিকতায়।
স্পাইরালি অস্থিরতা
কিছুটা বুঝেও না বোঝা পায়চারি।
.
চলন্তিকা
তোমার ছেলে  ভোলানো হাওয়া সম্পর্কের রোগ।
আছড়ে পড়া তোমার ৩৬ সাইজের বুকে
আমার অদৃশ্য হাতের ছাপ।
 ...কি নাম ?
অদ্ভুত  রসায়ন
গেঁথে রাখা উৎসব ,স্নায়বিক আলফা নিউমোরিকাল আদান প্রদান।
শব্দের ঘোর ,নেশার শহর
কবিতার সম্পর্ক আমার ঘুম চোরা রোগ নীরব রাতে।
আমি ,তুমি চলন্তিকা ,আরও আছে
না শেষ হওয়া কোনো অধ্যায়ের জীবনের রুপোর কাঠি ,পক্ষীরাজ।
আকাশ খুলতে খুলতে বড়ো হয়ে যাচ্ছে
আমার লেখার টেবিলে আছড়ে পড়ছে কাঁচের বিছানা ,বালিশ
গুঁড়ো গুঁড়ো সম্পর্ক।
.
সম্পর্ক গভীর হৃদয়ে লেখা বাঁচার রোগ
শান্তির  জ্যামিতি ,খরখরে টেক্সচারে কিছু শব্দের নাম।
হৃদয়ের খননে উঠতে থাকা হিরে ,মতি ,কালো কয়লা
সব সম্পর্কের নাম।
অনবরত অস্থরতা
সম্পর্কের দূরে থাকা কিংবা খুব কাছে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...