Wednesday, January 30, 2019

কুছ না কহো

কুছ না কহো
..............  ঋষি
===========================================
পুরোনো কবিতার ছেঁড়া পাতা
এলোমেলো ভাবনা ,শুধু দরাজ হাসি ,উত্তরের হাওয়া।
জ্যাকেটের গায়ে পুরোনো শিমুলের ধ্বংসাশেষ
গল্পগুলো এমনি নিরিবিলি আনমোনা।
স্মৃতির পাথরে বসে জ্যাকেটের পকেটে হাত ঢোকানো
নিজেকে জড়ানো পেটের কাছে উষ্ণতায়।
..
অভ্যাস
অনবরত শব্দ যন্ত্রনা যখন কবিতায়।
প্রেম চুল এলোমেলো করে মনে করিয়ে যায়
মুহূর্ত ,গভীরতায়।
......................... কুছ  না কহো ,কুছ  ভি না কহো
লম্বা ড্রপসিন নেমে আসে চোখের আলোতে।
আলো নির্ভর জীবন
যেন কোনো ট্রেনের জানলার  ধারে সিট্
আর সরতে থাকা সময়।
এলোমেলো হাওয়া তোমার স্পর্শ ছুঁয়ে
কখন যেন খুব একার।
.
কবিতা এলোমেলো বয়ে যাওয়া
ব্যস্ত মহানগরে লুকোনো অনন্ত গল্পের সব হাসছে।
গতরাতে চাঁদে পাওয়া চন্দ্রমল্লিকা আজ সূর্য মল্লিকের ঘরে
রোদ ও হাওয়ার ,কনকনে উত্তরের আদর ।
হাওয়াদের ছেলেমেয়েগুলো ঝরাপাতা নিয়ে খেলে
হলুদ পাতার সাথে উড়ে যায় মানুষের মন।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...