Thursday, January 24, 2019

এস্যাইলাম

এস্যাইলাম
........ ঋষি
===========================================
জায়গা বদলে দাঁড়ালাম
এতদিন আন্দাজ করেছি তোমার পাললিক ঠিকানা।
বুকের পাথর ভাঙার লোভ
ঈশ্বর বিশ্বাসি স্বত্বারা ।
ঐশ্বরিক প্রলেপ
আজকাল তোমাকে ছুঁতে পারি না চলন্তিকা।
.
বহুদূর ,দূরে উড়তে থাকা সমস্যারা
খুব কাছ থেকে নিজেদের বাড়তে থাকা দূরত্বরা।
 দরজা খুঁজে পাচ্ছি না, কেবল এস্যাইলামের দরজা খুলে যাচ্ছে
জ্বর ঠোস মুখে তিতো খুব সম্পর্ক।প্রজাপতি উড়ছে।
 ঠিক দেখতে কেমন স্বপ্নের দিনগুলো ,বসন্তের দিনযাপন
একটু সময় করে বলে যেও চলন্তিকা।
ভালো থাকাটা অভ্যাস
স্বপ্নের ভিতর রবীন্দ্রসংগীত ,তোমার শেষ তোলা গানটা।
অন্যমনস্কতায় ফুটে উঠছে যাপন। .জীবিত।
ফুটে উঠছে ঠোঁটে;অস্পষ্ট ক্ষীণ হতে থাকা গলার স্বর
ভালো থেকো চলন্তিকা।
.
জায়গা বদলে দাঁড়ালাম
পঞ্চরিপুর সবকটাকে সেলাই করে ঠোঁট বন্ধ।
মুখে  চেপে ধরছি  হেডফোন
আমাদের ফোনালাপ ছিটকে আসছে বিরক্তি।
ঐশ্বরিক প্রলেপ
তুমি সেই ধীর ,স্থির ,স্বল্পভাষী  কানে আঙুল রেখেছ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...