Thursday, January 24, 2019

আদিম শোক

আদিম শোক
........... ঋষি
==========================================
সাতশ কোটি মানুষ একসাথে কাঁদছে
অদ্ভুত  এক বদহজমের  শঙ্খসুরে ডুবে যাচ্ছে  পৃথিবী।
 ডুবে যাচ্ছে  জন্মপিতা আদমের শোক
আর মাতা ইভের গর্ভে ক্রমাগত জন্ম নিচ্ছে আদিম পাপ।
লেখাটা ঠিক এইভাবে শুরু হলে বেশ হতো
কিন্তু হলো না বৃদ্ধ আদম ,ইভ এখন শুধু কাঁদতে পারে।
.
পড়ার টেবিলে একগ্লাস জল
ভাবনার সমান তালে পৃথিবী এগোচ্ছে ভাইরালের দিকে।
ক্রমাগত কোঁকাচ্ছে মেয়েটা
একের পর এক হিংস্র পুরুষ ঝাঁপিয়ে পড়ছে।
যে আব্রু জন্ম শহরের জন্ম দাগ
ক্রমাগত জোর করে লুঠ করে চলেছে ইভের সন্তানরা।
আমি স্তব্ধ ,পৃথিবী স্তব্ধ ,সাতশো কোটি স্তব্ধ
শুধু মেয়েটার গোঙানির শব্দ।
রক্তে ভেসে যাচ্ছে মাটি ,উরুর মাঝে মুখ লুকোচ্ছে পৃথিবী
আর সময় দুষছে পিতার বীর্যকে।
.
 চোখ সইয়ে আনি ভাইরাল থেকে
জলের কাঁচের গ্লাসটির দিকে আমি গভীর মনোযোগ দি। 
গ্লাসের ওই জলটুকুর ভিতর সমাচ্ছন্ন হয়ে যাই
শরীর কাঁপিয়ে জ্বর আসে।
মোবাইল থেকে তোলা ভাইরাল
কাঁপা কাঁপা, ঘোলাটে, দীর্ঘ একটি ধর্ষণের  ভিডিও চলছে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...