ছকবন্দী খেলা
....ঋষি
===========================================
জীবনের বিরক্তিগুলো সময়ের ফুটেজে
আজকাল দাগ টেনে যায়।
সময় পেরিয়ে পালাবার লোভ সব ছকবন্দী খেলা
মিথ্যা হারানোর শোক।
মিথ্যা জীবনের দিনলিপি ,কটূক্তি সামাজিকতায় নির্ভরশীলতা
ভাঙা কবিতার ছত্রে ,অজস্র রক্ত ক্ষরণ।
.
মধ্যস্থতায় জীবন
কাঁচের দেওয়ালে ঘষে যাওয়া স্বভাব।
অজস্র সরতে থাকা মুখ ,বদলানো সম্পর্কের রিমিকি দেমাক
জীবন সত্বায় চিতাকাঠ।
সব মিথ্যা বোধহয় ,অজস্র খননে শ্রমিকের দগ্ধ যন্ত্রনা
সামাজিক চলচিত্রে শুধু আহা ,উহু।
সত্যির উপর দাঁড়িয়ে অতিক্রান্ত ভিটে মাটি
আবারো একাকী দাঁড়িয়ে।
আকাশে চাঁদের মুখ ,আমার প্রিয় নারী
ভুল করে এঁকে ফেলা খানিকের বোঝাবুঝি ,বোঝা এখন।
আর আকাশের চাঁদে লেগে যাওয়া
দাগ টানা কালি।
.
জীবনের বিরক্তিগুলো সময়ের ফুটেজে
আবারও তথাস্তু জীবন।
সময় ভাঙা নিরিবিলি রক্ত ,মাংস খুঁড়ে আত্মার আত্মিকতা
মিথ্যা যখন।
আমি দাঁড়িয়ে ক্লান্ত কোনো সামাজিকতায় সময়ের দরজায়
দিশাহারা নির্ভরশীলতায়।
No comments:
Post a Comment