Tuesday, January 15, 2019

অন্য হাওয়া

অন্য হাওয়া
..... ঋষি
===========================================
উৎসবের গল্প বলছি
সাদা রেশমি একটা আলোর রেশ হৃদয়ের উপর।
ক্রিয়াপদ বলে কিছু নেই
শুধু কৌশলে বিনুনির গল্পে হাসা।
তোমার শহরে ফিরে আসা ,অন্ধকার ফ্ল্যাট থেকে
পাহাড়গুলো যেন কেমন একটা হারাতে থাকা।
.
ভালোবাসার আলো
একটা ক্ষীণ আলোকরশ্মি আকাশ ছিঁড়ে আছড়ে পরে
 পাহাড়ের চূড়োয় বরফ গলানো লোভ।
আসলে কি জান তোমার বয়সের সাথে
ঠোঁটের মিষ্টি হাসিটা আরো বেশি ভিজে আমার কাছে।
সন্ধ্যে ৬.২০
মেসেঞ্জারে চমকে ওঠা তোমার ফিরে আসা।
আসলে গল্পগুলো পুরোনো হলেও
খুব গভীরে কোথাও কষ্টের কিছু খুঁজতে থাকা।
সত্যি তাই ভোলা যায় না
একটা ডাইগোনাল অভ্যেস বরফের স্পর্শে।
.
উৎসবের গল্প বলছি
ঈশ্বরের আলো তোমার পাহাড় চূড়ায় আচমকা।
হঠাৎ ভেসে ওঠা তোমার মুখ
ক্রিয়াপদে জীবন সর্বস্ব ব্যস্ততায় শীতল হাওয়া।
তোমার শহরে ফিরে আসা ,আমার কাছে কৌশল
তোমার দেখা পাহাড়ের আদর ছুঁয়ে অন্য হাওয়া।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...