Thursday, January 24, 2019

Sili hawa chhu gayi.....

Sili hawa chhu gayi
Sila badan chhil gaya........
.
যেমন কুয়াশা লেগে থাকে গায়ে
যেমন অনবরত জীবন যাপন তোমার অস্ফুট চাহুনি।
ছুঁয়ে যায় ক্রমাগত কিছু বাঁচা
সমুদ্রের ওপাশে তোমার চোখের মাঝে  নীরবতা ,
আমি শুনতে পাই ক্রমাগত
সমুদ্রের শব্দ।
.
শব্দরা সব এমনি হয়
কখনো কবিতার পাতায় ,আমার বদলানো প্রেমিকার ম্যানিফেষ্টো।
কবিতার প্যামফ্লেটগুলো স্বপ্ন ছুঁয়ে প্রেম
প্রেম শব্দটা বদলাতে বদলাতে কখন যেন স্পর্শ হয়ে যায়।
স্পর্শ জুড়ে বাঁচা
অনুভবে সমুদ্রের গভীর ঢেউ।
আর হয়তো দেখা হবে না কোনোদিন আকাশ ,সমুদ্র সাঁঝে
রঙ মহলে জমবে না মোমবাতির কালো।
তবে সৃষ্টি হবে প্রেম
যেমন আজ ,কাল ,পরশু আর তুমি।
.
যেমন কুয়াশা লেগে থাকে ঘুম ভাঙ্গায়
দূরে কোথাও উঁকি মারে সেই পাহাড়ের দিনগুলো।
পাহাড়ি ঢেউগুলো ,সমুদ্রের সাথে মেশা
তোমার চোখে লুকোনো ইচ্ছাদের আমি ছুঁয়ে যায়।
তাইতো মনে পরে তোমাকে
অচেনা বেলায়।   

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...