Saturday, February 2, 2019

যাযাবর


যাযাবর
..... ঋষি
================================================
লিখতে লিখতে খাতা খুলে পড়ছে
খাতা থেকে ঝরে পড়ছে কবিতার এলোমেলো শব্দ।
সারা উঠোন জুড়ে ,আমার পড়ার টেবিলে
বিছানা ,বালিশে ,এস্কিমোর দেশে বরফ শরীরে।
যাযাবর,,, আরো দূরে চেনা মুখ
ক্রমশ যুদ্ধ মশগুল প্রকৃতি জ্ঞানে।
.
মন তুই জানিস আমি কবিতা লিখতে পারি
আমি মিথ্যা বলতে পারি ,
কিন্তু  সত্যি কি সত্যি বলে কিছু হয় ?
অস্থির -৪০ ডিগ্রি ঘেঁষে
দীর্ঘ বরফের ভিতর দিয়ে হেঁটে চলা বরফ শরীর ,,আর সম্পর্ক ,
শরীরের ভিতর ঢুকে পরে ,ফায়ারপ্লেসের আগুনে
ঝলসে ওঠে মাংস।
কামনা গুঁজে দিয়ে সত্যি সেখানে ঝলসে ওঠে হাড়।
সত্যি বলতে নেই
অথচ  তুই বিপ্লব বদল করে গর্জে যাস প্রিয় ঘৃনাতে
উপচে ওঠে বরফ ,
অতলে তখন আগুনগুলো বেঁচে।
.
লিখতে লিখতে ভাবনায় কেন জানি কিছু দুমড়ে মরছে
শব্দরা আকুল হয়ে বরফ খুঁড়ছে সভ্যতায়।
দূরে কোথাও সূর্য উঠছে ,আবার ডুবছে
অথচ তোর সভ্যতায় বয়ে চলেছে সময় ,বরফ শরীর।
যাযাবর ,,,,আরো দূরে
ক্রমশ আবছা হচ্ছে দিন ,কনকনে ঠান্ডায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...