Thursday, February 14, 2019

সহজপাঠ


সহজপাঠ
............. ঋষি
=================================


জীবিত
নিরিবিলি কোনো মৃত শরীর।
কফিনের বাক্সে পেড়েক ঠোঁকার শব্দ
মহান খ্রাইস্ট ,তবু হাসিমুখ।



মুখের উপর দিয়ে মুছে যাচ্ছে নায়কের হাসি
পেঁচার ডাক।
ক্রমশ ভারী হচ্ছে শরীর ,এক ,দুই ,তিন
তারপর নেশার ঢল নামছে রঙিন পাত্রে।

৩..

নেটের অন্ধকার শরীর, আঁশটে গন্ধ
টকটকে ইচ্ছা ,হামাগুড়ি দিচ্ছে মাটিতে বীর্যপুত্ররা।
স্যারিডনে ভেজা শরীর ,
আনন্দ উতলে উঠছে ,বাথরুমের ফ্ল্যাশে।
.

.
সমস্ত আকাশ নেবে আসছে চোখের সামনে
এলিয়ন রাজত্ব।
এলিয়েনরা চেটে খাচ্ছে একে ওপরে ইচ্ছে
বিষাক্ত লালার্স লেগে লিপস্টিক গোলানো ঠোঁটে।
.


মসৃন চাদরের উপর হাত ,পা ছড়াচ্ছে মস্তিস্ক
সারা দেওয়াল জুড়ে অনবরত নগ্নিকারা বেআব্রূ।
ঘুমের সহজ পাঠ
চোখের রেটিনায় স্বপ্নরা ঘুমিয়ে পড়ছে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...