Thursday, February 14, 2019

নিরুপায় মুহূর্ত

নিরুপায় মুহূর্ত
.............. ঋষি
===========================================
কাকে তুলে দিতে গেছিলাম বিকেলের ফেরিঘাটে
টিকিট কাটা হয়ে গেছে জেটির।
জেটি আসতে দেরি আছে ,ব্যস্ত শোরগোল
আরও দেরি হোক।
স্মৃতির  মুহূর্তরা , কিছু কথা তোলা থাকে না লেখা ডাইরিতে
সময়ের স্রোতে ভাসতে থাকা নিরুপায় মুহূর্ত।
.
কাকে তুলে দিতে গেছিলাম
বেশ অনেকদিন হলো ,তবু না ফুরোতে চাওয়া মুহূর্ত।
ওইতো বিকেলের রোদ তার ঠোঁটে মুখে
জেটি ঘাটে আসতে  দেরি আছে ,আরও দেরি হোক।
চোখমুখে তাকাতে পারছে না
রুমাল পাকাচ্ছে মুঠো,সারা মুহূর্তে শুধু আদর ছড়িয়ে আছে
স্নান যাকে স্বেচ্ছায় অধৌত রেখে গেছে।
আর কিছুক্ষন জড়ানো মুহূর্ত
আর তারপর  .........
.
ওইতো জেটি লেগেছে ফেরিতে
এগিয়ে চলেছে এগিয়ে চলেছে মুহূর্ত ,হাতে ঝোলা ব্যাগ।
একবার পিছনে ফিরে তাকালো
কিছু বলে নি সে দৃষ্টি ,শুধু কিছু মায়া  রেখে গেছে।
আর সময় দিয়ে গেছে কিছু পায়ে ছাপ আমার বুকে
আমার শহরের রাস্তায় আজও তার পায়ের ছাপ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...