ঈশ্বর কন্যা
.... ঋষি
=========================================
তুমি ঈশ্বর কন্যা
নিজস্ব ভ্রণে বাসা বেধে থাকা নিরলস যুদ্ধ।
যুদ্ধ কালীন তৎপরতায় একের পর এক ধ্বংস
তবু ঐশ্বরিক আলোকোজ্বল কোনো আকাঙ্খা।
মৃত শহরের বুকে মিথ্যা পরিচয়
পরিচিত সময় শুধু মাত্র বেঁচে থাকার উপলব্ধি।
.
উপলব্ধি বলে বিশ্বাস
ক্ষনিকের বাতাসে অক্সিজেন যেন অন্য শহর।
ঈগলের চোখে দর্শন
অনুভবে বয়ে চলা ক্ষনিকের তরল কবিতা।
সবকিছু দাহ্য এই পৃথিবীতে
হয়তো হৃদয় সেও কোনো অঙ্গীকারে দহন বেলা।
সবকিছু বলতে নেই
সবকিছু কখনোই বুঝতে নেই ,বুঝেও না বোঝা ,
চতুর্ভূজ মাপকাঠি স্নেহনির্ভর।
আসলে আমরা দৌড়োতে পারি না হৃদয়ের আগে
হৃদয় ঠিক দাগ টেনে দেয় বেঁচে থাকায়।
.
তুমি ঈশ্বর কন্যা
পরাভূত আগুনে তোমার জন্ম কথা কেউ জানবে না।
শুধু আমি জানি
আমার বুকের বারান্দায় মাঝে মাঝে স্বপ্ন জন্ম নেয়।
জন্ম নেয় তোমার মতো ইচ্ছারা ,অথচ
সারা আকাশের বুকে তখন যুদ্ধবিমানের চোখরাঙানি।
.... ঋষি
=========================================
তুমি ঈশ্বর কন্যা
নিজস্ব ভ্রণে বাসা বেধে থাকা নিরলস যুদ্ধ।
যুদ্ধ কালীন তৎপরতায় একের পর এক ধ্বংস
তবু ঐশ্বরিক আলোকোজ্বল কোনো আকাঙ্খা।
মৃত শহরের বুকে মিথ্যা পরিচয়
পরিচিত সময় শুধু মাত্র বেঁচে থাকার উপলব্ধি।
.
উপলব্ধি বলে বিশ্বাস
ক্ষনিকের বাতাসে অক্সিজেন যেন অন্য শহর।
ঈগলের চোখে দর্শন
অনুভবে বয়ে চলা ক্ষনিকের তরল কবিতা।
সবকিছু দাহ্য এই পৃথিবীতে
হয়তো হৃদয় সেও কোনো অঙ্গীকারে দহন বেলা।
সবকিছু বলতে নেই
সবকিছু কখনোই বুঝতে নেই ,বুঝেও না বোঝা ,
চতুর্ভূজ মাপকাঠি স্নেহনির্ভর।
আসলে আমরা দৌড়োতে পারি না হৃদয়ের আগে
হৃদয় ঠিক দাগ টেনে দেয় বেঁচে থাকায়।
.
তুমি ঈশ্বর কন্যা
পরাভূত আগুনে তোমার জন্ম কথা কেউ জানবে না।
শুধু আমি জানি
আমার বুকের বারান্দায় মাঝে মাঝে স্বপ্ন জন্ম নেয়।
জন্ম নেয় তোমার মতো ইচ্ছারা ,অথচ
সারা আকাশের বুকে তখন যুদ্ধবিমানের চোখরাঙানি।
No comments:
Post a Comment