Friday, February 22, 2019

ভূমিকা


ভূমিকা
............... ঋষি
==========================================
রাত  ১০.১৮ হবে
আকাশের তারার দিকে তাকিয়ে বোধোদয়।
আচ্ছা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কতটা নামা হলো চলন্তিকা
কতটা নামা  হলো ভূমিকায় ?
.
রাজা হলাম না
হলাম না কৃষক ,হলাম না কবি ,কি হলাম ?
আচ্ছা চলন্তিকা আমি কি প্রেমিক ?
আকাশের রাতের তারারা সাক্ষী নকল আদরের বাঁচার।
দুঃখের পাথর ভেঙে
আকাশের চাঁদে আজ অবধি বৃষ্টি দেখতে পেলাম না।
আচ্ছা তুমি কি বলতে পারো
সম্পর্কের মানে ?
ঘুম হীন অন্ধকার রাতে সারা সিলিং জুড়ে আকাশ
আকাশের গভীরে সমুদ্রের খোঁজ।
কোথায় যেন চোরা বালি ,ভাঙা ঘর দুয়ার ,খোলা দরজা
আকাশ খোঁজা সম্বল।
.
রাত ১০.৩০ হবে
এক রাশ ধোঁয়া ছেড়ে হিসেবের প্রতীক্ষা।
ঠিক কতটা কাছে থাকলে তোমাকে এতো দূরে মনে হয়
চলন্তিকা বলতে পারো সময়ের ভূমিকা। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...