Friday, February 22, 2019

ভূমিকা


ভূমিকা
............... ঋষি
==========================================
রাত  ১০.১৮ হবে
আকাশের তারার দিকে তাকিয়ে বোধোদয়।
আচ্ছা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কতটা নামা হলো চলন্তিকা
কতটা নামা  হলো ভূমিকায় ?
.
রাজা হলাম না
হলাম না কৃষক ,হলাম না কবি ,কি হলাম ?
আচ্ছা চলন্তিকা আমি কি প্রেমিক ?
আকাশের রাতের তারারা সাক্ষী নকল আদরের বাঁচার।
দুঃখের পাথর ভেঙে
আকাশের চাঁদে আজ অবধি বৃষ্টি দেখতে পেলাম না।
আচ্ছা তুমি কি বলতে পারো
সম্পর্কের মানে ?
ঘুম হীন অন্ধকার রাতে সারা সিলিং জুড়ে আকাশ
আকাশের গভীরে সমুদ্রের খোঁজ।
কোথায় যেন চোরা বালি ,ভাঙা ঘর দুয়ার ,খোলা দরজা
আকাশ খোঁজা সম্বল।
.
রাত ১০.৩০ হবে
এক রাশ ধোঁয়া ছেড়ে হিসেবের প্রতীক্ষা।
ঠিক কতটা কাছে থাকলে তোমাকে এতো দূরে মনে হয়
চলন্তিকা বলতে পারো সময়ের ভূমিকা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...